চট্টগ্রামে আগুনে ১২ বসতবাড়ি ভস্মীভূত
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের চন্দনাইশে পশ্চিম হারালা এলাকায় আগুনে ১২ বসতঘর পুড়ে গেছে। শুক্রবার গভীর রাতে এ আগুনের ঘটনা ঘটেছে।
চন্দনাইশ থানার ওসি এসএম বদিউজ্জামান দ্য রিপোর্টকে জানান, শুক্রবার রাত সাড়ে ১২টায় পৌর সদরের সিকদারপাড়ায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে খড়ের গাদায় আগুন ধরে যায়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে বসতঘরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/শাহ/জানুয়ারি ৪, ২০১৪)