চট্টগ্রামে গার্মেন্টসে শ্রমিকদের ভাঙচুর, পুলিশসহ আহত ৩০
চট্টগ্রাম সংবাদদাতা : পুরনো স্কেলে বেতন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে দুটি পোশাক কারখানায় ব্যাপক ভাঙচুর চালিয়েছে শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় ৭ পুলিশসহ আহত হয়েছেন ৩০ জন।
শিল্প পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আরিফুর রহমান দ্য রিপোর্টকে জানান, নতুন স্কেলে মজুরি নিয়ে সিইপিজেড সেকশন-সেভেন নামে দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে হঠাৎ উত্তেজনার সৃষ্টি হয়।
শনিবার সকাল ১০টার দিকে সিইপিজেডের পুলিশ গিয়ে ঘণ্টাখানেকের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, জানুয়ারিতেও পুরনো স্কেলে বেতন দেওয়া হবে জানতে পেরে সেকশন-সেভেন গার্মেন্টসের একটি কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় শ্রমিকরা কর্মকর্তাদের কাছে মজুরির নতুন তালিকা দেখতে চান। এ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্রমিকরা কারখানা ছেড়ে বেরিয়ে যান।
নগর পুলিশের উপকমিশনার (বন্দর) সাইফুল করিম দ্য রিপোর্টকে জানান, উত্তেজিত জনতা রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ শটগানের কয়েক রাউন্ড গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় শ্রমিকদের হামলায় শিল্প পুলিশের সাত সদস্যসহ ৩০ জন আহত হয়েছেন বলে জানান তিনি।
সেকশন-সেভেনের ম্যানেজার সাইদুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, বাইরের শ্রমিকদের ইন্ধনে কিছু শ্রমিক উত্তেজনা সৃষ্টি করে কারখানা ভাঙচুর করেছে। আমরা সঠিক নিয়মেই বেতনভাতা পরিশোধ করে আসছি।
(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/এএল/জানুয়ারি ৪, ২০১৪)