দ্য রিপোর্ট ডেস্ক : ফিলিস্তিন ও ইসরায়েল খুব শিগগিরই একটি চুক্তিতে পৌঁছাতে পারবে বলে এখানো আশাবাদী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। শুক্রবার তিনি এ আশাবাদ ব্যক্ত করেছেন বলে ইসরায়েলের একটি দৈনিক পত্রিকার প্রতিবেদনে জানা গেছে।

ফিলিস্তিন ও ইসরায়েল চুক্তির ব্যাপারে আমেরিকান ইহুদি কমিটির একদল শিক্ষার্থীকে জন কেরি বলেন, ‘আমি সম্ভাবনায় বিশ্বাস করি। আমরা কিছু অর্জন করতে পারি। তবে কিছু অর্জন করা খুব কঠিন।’

এ সময় তিনি আরো বলেন, দুই দেশেরই ব্যর্থতার পরিণতি সম্পর্কে ভাবা উচিত।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় সফরে জেরুজালেম পৌঁছান জন কেরি। শুক্রবার তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। (সূত্র: টাইমস অব ইন্ডিয়া)

(দ্য রিপোর্ট/ কেএন/এএল/জানুয়ারি ০৪, ২০১৪)