টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইল-৫ (সদর) ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনে শনিবার ভোরে ৪টি ভোটকেন্দ্রের দরজায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ভোটকেন্দ্রের ৪টি দরজা পুড়ে গেছে। তবে ভোটকেন্দ্রের কোনো সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়নি।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ঢেলি করটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কয়েকজন দুর্বৃত্ত আগুন লাগায়। পরে স্থানীয় লোকজন এসে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার দ্য রিপোর্টকে জানান, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের গোপালপুর উপজেলা মাহমুদপুর উচ্চবিদ্যালয় ও ভাদুরীর চর এলাকায় দুটি ভোটকেন্দ্রে আগুন লাগায় দুর্বৃত্তরা। এতে দরজার একটি অংশ পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

(দ্য রিপোর্ট/এআর/এএস/এএল/জানুয়ারি ৪, ২০১৪)