যশোর সংবাদদাতা : ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন শনিবার যশোর শহরের দড়াটানা মোড়ে ১৮ দলের নেতাকর্মী ও আওয়ামী লীগ কর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। হরতাল সমর্থকদের লক্ষ্য করে আওয়ামী লীগের অফিসের বারান্দা থেকে ৫ রাউন্ড গুলি ছোড়া হয়েছে।

দুপুর ১২টা পর্যন্ত মোটরসাইকেল, অটোরিকশাসহ ১০-১২টি গাড়ি ভাঙচুর করে ১৮ দলের সমর্থকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৮ দল দড়াটানা মোড়ে অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে শহরের পুরাতন কসবা এলাকা থেকে আওয়ামী লীগের একটি মিছিল শহরের দিকে আসে। ওই সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

এতে কেউ হতাহত হয়নি।

অপরদিকে, দড়াটানা থেকে ১৮ দলের একটি মিছিল শহরের গাড়িখানাস্থ আওয়ামী লীগের অফিস পার হওয়ার সময় ৫ রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিতে কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ অফিসের বারান্দা থেকেই গুলি ছোড়া হয়েছে।

বিষয়টি সম্পর্কে কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক শেখের সঙ্গে সেলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করে বলেন, ‘ব্যস্ত আছি। পরে ফোন করেন।’

(দ্য রিপোর্ট/জেএম/এমসি/এএল/শাহ/জানুয়ারি ৪, ২০১৪)