যাত্রাবাড়ী-সায়েদাবাদে যান চলাচল কম
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে যাত্রাবাড়ী চৌরাস্তা, ভাঙ্গাপ্রেস, বাঁশপট্টি, স্টাফ কোয়ার্টার, ধোলাইপাড়, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, টিকাটুলীতে যানবাহনের চলাচল অনেক কম থাকার কারণে জনদুর্ভোগ বাড়ছে।
এ প্রসঙ্গে ডাচ-বাংলা ব্যাংক মিরপুর শাখার কর্মকর্তা জহিরুল ইসলাম দিরিপোর্টকে বলেন, হরতালের কারণে যানবাহন না থাকায় নির্দিষ্ট সময়ে অফিস যেতে পারছি না। হরতাল হলেই এ দুর্ভোগ পোহাতে হয়।
হরতালের নৈরাজ্য প্রসঙ্গে যাত্রাবাড়ী থানার কনস্টেবল দেলোয়ার হোসেন বলেন, ভোর রাত থেকে ডিউটি করছি। এতো নিরাপত্তার মধ্যেও হরতাল সর্মথনককারীরা যেভাবে হামলা করছে তাতে আমরাও ভীতির মধ্যে আছি। তবে পুলিশ কঠোর ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, সায়েদাবাদ এলাকায় কোনো বাস চলাচল করছে না। তবে যাত্রাবাড়ী থেকে মাওয়াগামী ইলিশ পরিবহনের কিছু বাস চলাচল করতে দেখা গেছে।
(দিরিপোর্ট২৪/দিপু/এএস/এমডি/অক্টোবর ২৮, ২০১৩)