কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরের গাছেরদিয়াড় গ্রামে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার সকালে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ভেড়ামারা সার্কেলের সিনিয়র পুলিশ সুপার সিএ হালিম দ্য রিপোর্টকে জানান, দৌলতপুর উপজেলার গাছেরদিয়াড় গ্রামের একটি মাঠ থেকে পুলিশ অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

(দ্য রিপোর্ট/এফএইচ/এএস/এএল/শাহ/জানুয়ারি ৪, ২০১৪)