দিনাজপুর সংবাদদাতা : হরতাল চলাকালে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরের নিমনগর বাসস্ট্যান্ড এলাকায় টায়ারে অগ্নিসংযোগ করেছে হরতাল সমর্থকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে হরতাল সমর্থকরা নিমনগর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অগ্নিসংযোগ করে। পরে নির্বাচনী কাজে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভান। পরে তারা সেখানে অবস্থানকারী ১৮ দলের নেতাকর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেন।

শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে।

(দ্য রিপোর্ট/এসএ/এএস/এএল/জানুয়ারি ৪, ২০১৪)