দ্য রিপোর্ট ডেস্ক : ‘ধুম-থ্রি’ ঝড়ে বলিউড বক্স অফিসের অবস্থা যখন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’, ঠিক তখনই আমির খানকে পাওয়া গেল মুম্বাইর ব্যস্ত সড়কে। খবর ডিএনএ ইন্ডিয়ার।

জানা গেছে, ‘নিরাপদ সড়ক সপ্তাহ’ উপলক্ষে আমিরের এই পথে নেমে আসা। মূলত মোটরবাইক চালকদের হেলমেট পরে গাড়ি চালানোয় উৎসাহ প্রদানের জন্যই আমিরের এমন পদক্ষেপ।

এ প্রসঙ্গে মি. পারফেকশনিস্টের বরাত দিয়ে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ‘আমির সব সময়ই নতুন নতুন কাজে নিজেকে সম্পৃক্ত করে। সামাজ ও মানুষের জন্য কল্যাণকর এমন কাজে তাকে পাওয়া যায় সবার আগে। আমিরের এমন অনেক ভক্ত-শুভাকাঙ্খি আছেন যারা প্রতিনিয়তই আমিরকে অনুসরণ করেন। এই আয়োজনের মধ্য দিয়ে আমিরকে দেখে তারা সচেতন হলেই আমিরের পরিতৃপ্তি।’

এ সময় আমির খান ছাড়াও বলিউডের প্রথম সারির প্রযোজনা সংস্থা ‘বালাজি টেলিফিল্মের স্বত্বাধিকারী একতা কাপুরকে এই আয়োজনে অংশ নিতে দেখা যায়। আমির হেলমেট পরে বাইক চালালেও একতাকে সে রকম কিছু করতে দেখা যায়নি।

(দ্য রিপোর্ট/এআর/এমসি/এএল/জানুয়ারি ৪, ২০১৪)