thereport24.com
ঢাকা, রবিবার, ২২ মে ২০২২, ৮ জ্যৈষ্ঠ ১৪২৯,  ২০ শাওয়াল ১৪৪৩

রাজধানীর পল্লবীতে শিশুর আত্মহত্যা

২০১৪ জানুয়ারি ০৯ ১৪:২৩:৪৪
রাজধানীর পল্লবীতে শিশুর আত্মহত্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক : মিরপুর পল্লবীর লালমাটিয়া পোড়াবস্তি এলাকায় নিজের বাসায় বৃহস্পতিবার দুপুর বেলা সাড়ে ১২টার দিকে অজয় রবি দাস (১০) আত্মহত্যার চেষ্টা করে।

অজয়ের মা জোসনা রবি দাস তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দুপুর দেড়টার দিকে শিশুটি মারা যায়।

তার মা জানায়, লালমাটিয়া সুরভি স্কুলের ছাত্র তার ছেলে। সকালে তাকে স্কুলে যেতে বললে, সে রেগে যায়। স্কুলে যাবে না বলে জানায়। এ কারণেই অভিমান করে তার ছেলে আত্মহত্যা করে।

মৃত অজয়ের বাবার নাম বিটিশ রবি দাস। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে।

ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন। সেই সঙ্গে সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিত করা হয়েছে বলে তিনি জনান।

(দ্য রিপোর্ট/এসআর/এমসি/এএল/জানুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর