thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৩ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

জুনে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৪৮ শতাংশ

২০২৫ জুলাই ০৮ ০২:০১:১৩
জুনে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৪৮ শতাংশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:জুনে বাংলাদেশে সার্বিক মূল্যস্ফীতি হার কমে ৮ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে। যা মে মাসে ছিল ৯ দশমিক ০৫ শতাংশ।

জুনে মূল্যস্ফীতি প্রায় তিন বছরেরও মধ্যে সর্বনিম্ন হয়েছে। এর আগে ২০২২ সালের অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯১ শতাংশ।

সোমবার (০৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবিএস বলছে, গত জুনে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৩৯ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয় ৯ দশমিক ৩৭ শতাংশ।

এদিকে এর আগে ২০২২ সালের জুলাইয়ে মূল্যস্ফীতি হার ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ। এরপর মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরেই থাকলেও ৩৫ মাস পর মূল্যস্ফীতি কমে সাড়ে ৮ শতাংশের নিচে নামলো। জুনে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ৩৯ শতাংশ দাঁড়িয়েছে। আগের মাসে তা ছিল ৮ দশমিক ৫৯ শতাংশ। আর মে মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।

এদিকে আজ দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমনিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে জুনের মূল্যস্ফীতির তথ্য জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে শফিকুল আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি–কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে। জুন (২০২৫ সাল) মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট–টু–পয়েন্ট মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় ২ শতাংশ–বিন্দু কম। ’

শফিকুল আলম আরও বলেন, ‘খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে কমে ৭ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও কমতে শুরু করেছে এবং আগামী দিনে তা খুব দ্রুত কমে আসবে। ’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর