thereport24.com
ঢাকা, শনিবার, ১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৪ জিলকদ  ১৪৪৫

ইসরাইলি সৈন্যের গুলিতে এক ফিলিস্তিনি নিহত

২০১৩ অক্টোবর ৩১ ১৭:০৬:৫১
ইসরাইলি সৈন্যের গুলিতে এক ফিলিস্তিনি নিহত

দিরিপোর্ট২৪ ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি সৈন্যের গুলিতে ২১ বছর বয়সি এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছে। খবর আলজাজিরার।

ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, বুধবার রাতে ইসরাইলি সৈন্যরা জেনিনের কাছে একটি গ্রামে অভিযান চালায়। এ সময় প্রায় ৫০ জন অধিবাসী তাদের লক্ষ করে পাথর ছুঁড়ে মারে।

ফিলিস্তিনের চিকিৎসা বিভাগের এক কর্মী জানান, মৃত আহমেদ ইমাদ ইউসুফের বুকে গুলি লেগেছে। স্থানীয়রা জানান, ইউসুফ একটি সবজি মার্কেটে কাজ করতো।

এ অঞ্চলে বেশ কিছুদিন ধরেই উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত জুলাইয়ের পর থেকে এখানে এ পর্যন্ত সাত জন ফিলিস্তিনি নাগরিক ও তিন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর