thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

" এমপি আনারের মরদেহ সম্পর্কে সরকারের কাছে তথ্য নেই"

২০২৪ মে ২৮ ২০:২৮:২৫

দ্যরিপোর্ট প্রতিবেদক:সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মরদেহ সম্পর্কে এখনও সরকারের কাছে কোন স্পষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার (২৮ মে) বিকেলে সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনোয়ারুল আজীমের মরদেহ উদ্ধারে চেষ্টা চলছে। ভারতে কাজ করছে বাংলাদেশে গোয়েন্দারা। মরদেহ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তবে, এক্ষেত্রে বিচার প্রক্রিয়ায় আইনি সমস্যা হবে না জানিয়ে কারণ হিসেবে তিনি বলেন আসামিরা ইতোমধ্যে খুনের বিষয়টি স্বীকার করেছে। এছাড়া, খুনের ঘটনায় এমপি আনারের আসন শুণ্য ঘোষণা করার ক্ষেত্রে সংসদের স্পিকার ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর