thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

জাতীয় ঐকমত্যের আহ্বান রাষ্ট্রপতির

২০১৪ জানুয়ারি ২৯ ২০:১২:০৫
জাতীয় ঐকমত্যের আহ্বান রাষ্ট্রপতির

দ্য রিপোর্ট প্রতিবেদক : গণতান্ত্রিক ধারাবাহিকতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতির নির্ধারিত বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘জাতীয় ঐকমত্য ব্যতীত শান্তি ও সমৃদ্ধি স্থায়ী রূপ পেতে পারে না। গণতন্ত্রের ধারাবাহিকতা, আইনের শাসন ও অব্যাহত আর্থ-সামাজিক উন্নয়নের মতো মৌলিক প্রশ্নে সব রাজনৈতিক দল, শ্রেণী ও পেশা নির্বিশেষে সকালের ঐকমত্যের গড়ে তোলার সম্মিলিত উদ্যোগ গ্রহণ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, কর্মচঞ্চল, সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ সকলের কাম্য। দেশ গড়ায় সরকারের পাশাপাশি বিরোধী দলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিতাপের বিষয়, এ কর্মযজ্ঞে সব দলের পক্ষ থেকে কাঙ্খিত সহযোগিতা পাওয়া যায়নি। কোনো কোনো বিরোধী রাজনৈতিক দলের দায়িত্বহীন আচরণ দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বার বার বাধাগ্রস্ত করেছে।’

আবদুল হামিদ বলেন, ‘গণতন্ত্র নস্যাৎ করার ষড়যন্ত্র এবং যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার হীন তৎপরতা দেশে কৃত্রিম বিভাজন ও সংশয় সৃষ্টি করতে পারে। এ প্রেক্ষাপটে বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রা যাতে ব্যাহত না হয় সে জন্য দেশবাসীকে সদা সতর্ক ও সজাগ থাকতে হবে।’

রাষ্ট্রপতি বলেন, ‘নির্বাচন পদ্ধতি পরিবর্তনের আন্দোলনের নামে সন্ত্রাস ও হিংসার রাজনীতি কখনো দেশে, সমাজে ও অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না। বরং তা রাজনৈতিক পরিবেশকে তমসাচ্ছন্ন করে তোলে। সুতরাং আমি নির্বাচন বর্জনকারী দলসমূহকে অনুরোধ করব, সংঘাত ও নৈরাজ্যের পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসুন।সাম্প্রদায়িক ও সন্ত্রাসী সংগঠনের সংস্রব ত্যাগ করে উদার, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সহায়তা করুন। সরকারের সঙ্গে সংলাপের মাধ্যমে ঐকমত্যে এসে গণতন্ত্রকে বিকশিত হতে সাহায্য করুন। রাজনীতি থেকে হিংসা, হানাহানি ও সংঘাতের অবসানের মাধ্যমে একটি সহিষ্ণু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখুন।’

আবদুল হামিদ বলেন, ‘নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতুন প্রাণ সঞ্চারিত হয়েছে। আমি আশা করি, বিভিন্ন ক্ষেত্রে সরকারের গৃহীত নানামুখী উদ্যোগ আরও সুসংহত ও গতিশীল হবে। সরকার জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা দূর করে রাষ্ট্র ও সমাজ জীবনে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখবে।’

(দ্য রিপোর্ট/আরএইচ-এইচআর/জেএম/সা/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর