thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৭ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

‘বর্তমান সরকার ৫ বছর ক্ষমতায় থাকবে’

২০১৪ জানুয়ারি ৩০ ২১:২৪:৫৪
‘বর্তমান সরকার ৫ বছর ক্ষমতায় থাকবে’

সিরাজগঞ্জ সংবাদদাতা : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জনগণ ৫ বছরের জন্য আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছেন। সুতরাং ৫ বছরই এই সরকার ক্ষমতায় থাকবে।

সিরাজগঞ্জ স্থানীয় বাজার স্টেশন চত্বরে বৃহস্পতিবার বিকেলে নবনির্বাচিত সংসদ সদস্যদের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, ‘ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন গণন্ত্রাতিক দেশ এই নির্বাচনের স্বীকৃতি দিয়েছে।

বিরোধী দলকে উদ্দেশে করে তিনি বলেন, ‘জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও মানুষ হত্যা করে ক্ষমতায় আসা যায় না।

‘বর্তমান সরকার দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান মোহাম্মদ নাসিম। এ জন্য স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানো হবে।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বিএসসির সভাপতিত্বে গণসংবর্ধনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক স্থানীয় এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না, এমপি হাসিবুর রহমান স্বপন, এমপি তানভীর ইমাম, এমপি আব্দুল মজিদ মণ্ডল, এমপি গাজী ইসাহাক হোসেন তালুকদার, আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, আবু ইউসুফ সূর্য প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরএ/এমএইচও/এসবি/আরকে/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর