thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

লিটলম্যাগ চত্বরে আসা নতুন বই

২০১৬ ফেব্রুয়ারি ০৯ ২১:১৭:৪৭
লিটলম্যাগ চত্বরে আসা নতুন বই

দ্য রিপোর্ট প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলার নবম দিন মঙ্গলবার ‘লিটলম্যাগ চত্বরে’ ২৩টি নতুন বই প্রকাশিত হয়েছে। মেলার প্রথম দিকে বইয়ের প্রকাশনা খুব একটা না হলেও সপ্তাহ ঘুরতেই এ চত্বরে নতুন বই প্রকাশ হচ্ছে প্রতিদিনই।

নবম দিন যেসব লিটলম্যাগ/বই প্রকাশিত হয়েছে— চালচিত্র থেকে সাম্য রাইয়ানের ‘বিগত রাইফেলের প্রতি সমবেদনা’, ভিন্ন চোখ বের করেছে আব্দুর রহমানের ‘যে বাঁশিতে বাতাস কাঁদে’। শাহবাগ প্রকাশ করেছে, ‘অনন্ত সমুদ্র মন্থনে’ বইটির লেখক মানসী কীর্তনীয়া।

ম্যাজিক লণ্ঠন তাদের বইমেলা সংখ্যা প্রকাশ করেছে। খড়িমাটি প্রকাশ করেছে জাকির হোসেন হাবীর রচিত ‘আমি তোমারি দিকটা নিলাম’। মারমেইড তাদের বইমেলা সংখ্যা প্রকাশ করেছে। বাংলার কবিতা প্রকাশন প্রকাশ করেছে সরকার স্বপনের গ্রন্থ ফিনিক্সের ডানা।

প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে ‘দেখি বাংলার মুখ’, বইটি লিখেছেন শফিক হাসান। প্রতিকথা থেকে তিনটি বই বের হয়েছে। যথাক্রমে— ‘খুন’ শাপলা জাকিয়া, ‘পরালোক’ শাফিক আকতার, ‘হৃদয় মালতী’ সেলিম আনওয়ার।

এ ছাড়া অনুপ্রাণন থেকে পাঁচটি বই প্রকাশ পেয়েছে। শিরদাঁড়া, চিহ্ন, গল্পকার,দাগ, অনুপ্রাণন তাদের নতুন সংখ্যা প্রকাশ করেছে।

(দ্য রিপোর্ট/এমএ/এমএআর/এম/ফেব্রুয়ারি ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর