thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ডিএসইর প্রস্তাবিত পরিচালকদের তালিকায় আমলা ও ব্যবসায়ীদের প্রাধান্য

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৩:৪৮:২৭
ডিএসইর প্রস্তাবিত পরিচালকদের তালিকায় আমলা ও ব্যবসায়ীদের প্রাধান্য

দ্য রিপোর্ট প্রতিবেদক : ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী নতুন পরিচালনা পর্ষদের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাছাইকৃত ১৪ ব্যক্তির মধ্যে আমলা ও ব্যবসায়ীদের প্রাধান্য লক্ষ্য করা গেছে। মোট ৮টি ক্যাটাগরিতে ১৪ জনের নাম মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দেয় ডিএসই।

জানা গেছে, ডিএসইর প্রস্তাবিত স্বতন্ত্র পরিচালকদের তালিকায় সরকারি কর্মকর্তা বা আমলা ক্যাটাগরিতে রয়েছেন- আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসরিন বেগম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমীন ও সাবেক সচিব ওয়ালিউল ইসলাম।

বাণিজ্য ক্যাটাগরিতে রয়েছেন- এফবিসিসিআইর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী, ভাইস প্রেসিডেন্ট হেলাল উদ্দিন এবং পরিচালক আসিফ ইব্রাহীম।

অর্থনীতি ক্যাটাগরিতে রয়েছেন-কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মো. ফরাস উদ্দিন ও অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

একাডেমিক শেয়ার ক্যাটাগরিতে রয়েছেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক আবুল হাসেম।

তথ্যপ্রযুক্তি ক্যাটাগরিতে রয়েছেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম কায়কোবাদ ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের (এমসিসিআই) নির্বাহী কমিটির সদস্য হাবিবুল্লাহ এন করিম।

আইন ক্যাটাগরিতে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া।

পেশাজীবী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ক্যাটাগরিতে রয়েছেন মেসার্স আশরাফ উদ্দিন অ্যান্ড কোং-এর আশরাফ উদ্দিন আহমেদ।

এছাড়া সেনাবাহিনী থেকে বিগ্রেডিয়ার জেনারেল মুজিবুর রহমানের (পিএসসি) নাম প্রস্তাব করা হয়েছে।

এই ১৪ জনের মধ্যে থেকে ৭ জনকে চূড়ান্ত করবে বিএসইসি। এর মধ্য থেকে একজনকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হবে। বাকি ছয়জন ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী ডিএসই পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে বিবেচিত হবেন।

এর আগে গত সোমবার সন্ধ্যায় ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এ ১৪ জনের নাম অনুমোদন দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এনটি/ডব্লিউএন/এজেড/ফেব্রুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর