thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৭ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

পাকিস্তানের দ. আফ্রিকা সফর বাতিল

২০১৩ নভেম্বর ০৪ ১২:৩৮:৫২
পাকিস্তানের দ. আফ্রিকা সফর বাতিল

দিরিপোর্ট২৪ ডেস্ক : আইনি জটিলতার কারণে বাতিল হয়ে গেল পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা সফর। সংযুক্ত আরব আমিরাতে সদ্য শেষ হওয়া সিরিজের পর নতুন করে পাকিস্তানের কাছে দেওয়া দক্ষিণ আফ্রিকার প্রস্তাবিত সংক্ষিপ্ত সফরটি বাতিল করল তারা।

ইসলামাবাদ হাইকোর্ট বৃহস্পতিবার পিসিবি চেয়ারম্যান নাজাম সিথি এবং ৫ ইন্টারিয়াম কমিটির সদস্যকে (আইএমসি) বহিষ্কার করার পর থেকেই পিসিবিতে কোনো বোর্ড চেয়ারম্যান নেই। এই কারণে সফরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি বলে জানা গেছে।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ১.৫ মিলিয়ন ইউএস ডলারের প্রস্তাবটি শুধু নিজেদের আইনি জটিলতার কারণে বাতিল করতে হয়েছে বলে জিও নিউজকে জানিয়েছেন সিথি। এই প্রস্তাবটি নিয়ে কাজ শুরু করার পরই কোর্ট তাকে এবং আইএমসিকে বহিষ্কার করায় বিষয়টি আর এগোয়নি বলে জানান তিনি।

ভারত-দক্ষিণ আফ্রিকার সিরিজের বিকল্প হিসেবে এই সফরটির কথা ভাবা হয়েছিল। কিন্তু আইনি জটিলতায় ও ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের ভিড়ে চাপা পড়ে গেল দক্ষিণ আফ্রিকার এই প্রস্তাব। আর এ কারণে বড় আর্থিক ক্ষতির শঙ্কায় পড়ল দক্ষিণ আফ্রিকা।

(দিরিপোর্ট২৪/এমআই/এএস/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর