thereport24.com
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৩ আশ্বিন ১৪২৭,  ১০ সফর 1442

মঙ্গলবার ডিএসইতে নতুন সার্ভিল্যান্স সফটওয়্যারের উদ্বোধন

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১২:৫৭:২৯
মঙ্গলবার ডিএসইতে নতুন সার্ভিল্যান্স সফটওয়্যারের উদ্বোধন

দ্য রিপোর্ট প্রতিবেদক: লেনদেনে অসঙ্গতি তদারকির লক্ষ্যে আগামী ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার নতুন সার্ভিল্যান্স সফটওয়্যার চালু করতে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন দুপুর একটায় সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র চেয়ারম্যান এম খায়রুল হোসেন।

এ প্রসঙ্গে ডিএসই’র সহসভাপতি মিজানুর রহমান খান দ্য রিপোর্টকে বলেন, গত এক বছর ধরে সার্ভিল্যান্স সফটওয়্যারটি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। মঙ্গলবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এটি বিএসইসি’র সার্ভিল্যান্স সফটওয়্যারের মতোই অত্যাধুনিক।
এই সফটওয়্যার অস্বাভাবিক লেনদেন সনাক্ত করতে সক্ষম। এটির কার্যক্রম চালু হলে বাজারে স্বচ্ছতা আগের তুলনায় বাড়বে।

ডিএসইর জনসংযোগ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জনান, সুইডেনের ট্রাপেটস এবি নামক প্রতিষ্ঠানের কাছ থেকে সফটওয়্যারটি নেওয়া হয়েছে। এটি অনেক শক্তিশালি এবং কর্মক্ষম।

জানা গেছে, ২০১২ সালের নভেম্বর থেকে সফটওয়্যারটি পরীক্ষামূলকভাবে চালু করে ডিএসই।

(দ্য রিপোর্ট/এনটি/ডব্লিউএন/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর