thereport24.com
ঢাকা, সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৩ জিলহজ ১৪৪৫

তিন তারকার ‘ওয়ান ওয়ে’

২০১৬ অক্টোবর ২০ ১৫:৫৫:২১
তিন তারকার ‘ওয়ান ওয়ে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ইফতেখার চৌধুরী পরিচালিত ‘ওয়ান ওয়ে’ ছবিটি দেশব্যাপী মুক্তি পাচ্ছে শুক্রবার (২১ অক্টোবর)। ছবিটি প্রযোজনা করেছে ‘দ্য অ্যাড্রেস’।

ছবির নির্মাতা ইফতেখার চৌধুরী বলেন, ‘গত কোরবানির ঈদে ছবিটি মুক্তি দেওয়ার কথা ছিলো। কিন্তু সার্বিক দিক বিবেচনা করে মুক্তির তারিখ স্থগিত করা হয়। ২১ অক্টোবর ছবিটি মুক্তি দেওয়া হবে।’

তিনি বলেন, ‘এটি একটি মৌলিক গল্পের ছবি। দর্শক কোনো দেশের কোনো ছবির সঙ্গে গল্পের মিল পাবেন না। ছবির নাম দিয়েছি ‘ওয়ান ওয়ে : এক রাস্তা’। কারণ অপরাধ জগতের রাস্তা একটাই। সেখানে প্রবেশপথ আছে, কিন্তু বের হওয়ার কোনো পথ নেই। ছবিটি নির্মাণ করে আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি দর্শক ভালো একটি ছবি দেখতে পাবে।’

ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী, ববি হক ও আনিসুর রহমান মিলন। অ্যাকশন-থ্রিলারধর্মী গল্পে নির্মিত হয়েছে ছবিটি।

বাপ্পি চৌধুরী বলেন, ‘তিনটি মানুষের রহস্যজনক জীবনযাপন ও থ্রিলার কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এই ছবিতে দেখা যাবে এক গডফাদারকে। সে সবকিছুর কলকাঠি নাড়ে। ওয়ান ওয়ে একেবারেই ফুল অফ এন্টারটেইনমেন্ট প্যাকেজে নির্মিত হয়েছে।’

তিনি বলেন, ‘খুব পরিশ্রম করে ছবিটি বানিয়েছেন ইফতেখার চৌধুরী। আমরাও চেষ্টা করেছি সাদ্যমত চরিত্রের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে। আশা করি ছবিটি দর্শকদের ভালো লাগবে।’

(দ্য রিপোর্ট/পিএস/অক্টোবর ২০, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর