thereport24.com
ঢাকা, সোমবার, ৩ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৬ জিলকদ  ১৪৪৫

বরিশালে জীবনানন্দ স্মরণে নানা আয়োজন

২০১৬ অক্টোবর ২২ ১৪:৫৬:৫৮
বরিশালে জীবনানন্দ স্মরণে নানা আয়োজন

বরিশাল অফিস : নানা আয়োজনের মধ্য দিয়ে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসের ৬২তম প্রয়ান দিবস বরিশালে পালিত হচ্ছে। শনিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় এ উপলক্ষে কবির জন্মভিটায় স্থাপিত লাইব্রেরি ভবনের সামনে ম্যুরালে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বিভিন্ন সংগঠন।

কবির প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায় জাতীয় কবিতা পরিষদের বরিশালের নেতারা। এরপর আড্ডা ধানসিড়ির নেতারা শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন, কবি আসাদ চৌধুরী, জাতীয় কবিতা পরিষদের বরিশালের সভাপতি তপঙ্কর চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ কাহালিসহ অন্যরা।

কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আড্ডা ধানসিড়ি নামে সংগঠনটি কবি আড্ডা, কবিতা পাঠ ও জীবনানন্দ পুরস্কার ঘোষণা প্রদানের আয়োজন করেছে। জীবনানন্দ পুরস্কার ২০১৬ উপলক্ষে দিনব্যাপী বরিশাল নগরের রায়রোড খেয়ালী থিয়েটার কার্যালয়ের কর্মবীর আব্দুল খালেক খান গণপাঠাগারে এই কর্মসূচি চলছে।

এছাড়াও বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র বরিশালের আয়োজন শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত ঝালকাঠির ধানসিঁড়ি নদী ভ্রমণ, আলোচনা, সঙ্গীতানুষ্ঠান ও কবিতা পাঠের আসরের আয়োজন করেছে।

(দ্য রিপোর্ট/এইচ/এফএস/অক্টোবর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর