thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৭ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলাকারী আসামি গ্রেফতার

২০১৬ অক্টোবর ২৩ ১৫:৩৪:২৪
প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলাকারী আসামি গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার অভিযোগে দায়ের করা মামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমাকে (২২) গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে পানছড়ি থেকে তাকে হ্রেফকার করে পুলিশ। তার বিরুদ্ধে মোট ১৩ টি মামলা রয়েরেছ বলে জানিয়েছে পুলিশ।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি উপজেলার লোগাং সড়কের মোহাম্মদপুর এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি করে বিপুল চাকমাকে গ্রেফতার করা হয়।

খাগড়াছড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, বিপুল চাকমার বিরুদ্ধে ২০১৩ সালের ১১ নভেম্বর খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাগামী গাড়ি বহরে হামলা, বিস্ফোরক দ্রব্য, পুলিশের গাড়ি ভাংচুর ও বিশেষ ক্ষমতা আইনসহ ১৩ মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এরমধ্যে খাগড়াছড়ি সদর থানায় ১১টি ও পানছড়ি থানায় দু’টি মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/এইচ/এআরই/এমকে/অক্টোবর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর