thereport24.com
ঢাকা, রবিবার, ২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৫ জিলকদ  ১৪৪৫

ওবায়দুল কাদেরকে বাবলার অভিনন্দন

২০১৬ অক্টোবর ২৩ ১৯:২১:২৯
ওবায়দুল কাদেরকে বাবলার অভিনন্দন

দ্য রিপোর্ট প্রতিবেদক : যোগ্য ও ত্যাগী নেতা হিসেবে ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচন করায় অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা।

রবিবার (২৩ অক্টোবর) বিকেলে পার্টির নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর–কদমতলি থানা জাতীয় পার্টির এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিনন্দন জানান। এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।

একই সঙ্গে আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করায় দলের নেতাকর্মীদেরও অভিনন্দন জানান বাবলা।

সভায় আবু হোসেন বাবলা জানান, ওবায়দুল কাদেরের মতো একজন যোগ্য ও ত্যাগী নেতাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা নয়, দেশের অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক নেতাকর্মীরাও খুশি। নবগঠিত কমিটির মাধ্যমে আওয়ামী লীগ দেশে আরও উদার গণতান্ত্রিক রাজনীতি করবে বলে আমরা বিশ্বাস করি। এ ছাড়া নবগঠিত কমিটির মাধ্যমে দেশের গণতান্ত্রিব চর্চা প্রাতিষ্ঠানিক রূপ নেবে।

শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাওসার আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজন দে, শেখ মাসুক রহমান, ইব্রাহিম মোল্লা, শামসুজ্জামান কাজল, সুলতানা আহমেদ লিপিসহ স্থানীয় নেতরা।

(দ্য রিপোর্ট/এনটি/এপি/অক্টোবর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর