thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৭ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

গৌরনদীতে ট্রাক-টেম্পো সংঘর্ষে নিহত ২

২০১৬ অক্টোবর ২৫ ১৫:৩৯:১৩
গৌরনদীতে ট্রাক-টেম্পো সংঘর্ষে নিহত ২

বরিশাল অফিস : বরিশাল-ঢাকা মহাসড়কে জেলার গৌরনদী উপজেলার আশোকাঠিতে মালবাহি ট্রাক ও যাত্রীবাহী মাহিন্দ্রা টেম্পোর সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।

জেলার গৌরনদী উপজেলার আশোকাঠিতে মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-যাত্রিবাহী মাহিন্দ্রা চালক উপজেলার বাটাজোড় গ্রামের বাসিন্দা সুজন (৩০) ও যাত্রী সুমন মন্ডল (৩৫)। তার ঠিকানা পাওয়া যায়নি।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এমএম শাহদাৎ হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ফরিদপুর থেকে পণ্য নিয়ে (খুলনা মেট্রো-ট-১১-১০১২) একটি ট্রাক বরিশাশের উদ্দেশে যাচ্ছিল। আর বাটাজোর থেকে যাত্রী নিয়ে মাহিন্দ্রা টেম্পোটি (বরিশাল-ঠ-১১-০৭৫) গৌরনদী উপজেলার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে আশোকাঠি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে সেখানে ট্রাক ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ৭ জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ২ জনকে মৃত ঘোষণা করেন কতর্ব্যরত চিকিৎসক।

তিনি আরও জানান, আহতদের মধ্যে গুরুতর মাহিন্দ্রা যাত্রী জয়নাল আবেদিন, খোকন, জানে আলম ও স্বপনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হবে।

ট্রাক আটক করা হলেও ট্রাকের চালক ও সহযোগী পালিয়েছে। এ ব্যাপারে মামলা হবে বলেও জানিয়েছেন তিনি।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এমকে/অক্টোবর ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর