thereport24.com
ঢাকা, রবিবার, ২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৫ জিলকদ  ১৪৪৫

ব্রিজের বোরিং পাইপ কেড়ে নিল রিকশাচালকের প্রাণ

২০১৬ অক্টোবর ২৬ ১৯:০১:৩৫
ব্রিজের বোরিং পাইপ কেড়ে নিল রিকশাচালকের প্রাণ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ডে নির্মাধীণ একটি ব্রিজে ব্যবহৃত বোরিং পাইপ ছিঁড়ে মনা মিয়া (৪০) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহত মনা মিয়া মাছিমপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

বুধবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার মাছিমপুরে এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছিমপুর গ্রামের তোফায়েলের খেবা এলাকায় একটি ব্রিজের নির্মাণ কাজ চলছিল। সকালে রিকশা থামিয়ে ব্রিজের পাশে দাঁড়িয়ে নির্মাণ কাজ দেখছিলেন মনা মিয়াসহ কয়েকজন। এ সময় হঠাৎ করে ব্রিজের পাইলিংয়ের কাজে ব্যবহৃত বোরিং পাইপ ছিঁড়ে নিচে থাকা মনা মিয়ার মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নির্মাণকাজের ঠিকাদার নাজিম উদ্দিন জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন। তবে শ্রমিকদের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে অসাবধানতা বসত লোকটি নির্মাণ সামগ্রীর আঘাতে মৃত্যু বরণ করেছেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানিয়েছেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ ময়না তদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসএস/জেডটি/অক্টোবর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর