thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

শ্রমিক অসন্তোষের ঘটনায় ১২১ জন সাময়িক বরখাস্ত

২০১৬ ডিসেম্বর ২১ ১৫:০২:৪৭
শ্রমিক অসন্তোষের ঘটনায় ১২১ জন সাময়িক বরখাস্ত

সাভার প্রতিনিধি : শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অযৌক্তিক আন্দোলনের নামে উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি ও অন্যান্য শ্রমিকদের অসন্তোসের ঘটনোয় ইন্ধন দেওয়ার অভিযোগে ১২১ শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২৩ (৪) ধারা অনুযায়ী শিল্পাঞ্চলের বেরন এলাকায় অবস্থিত উইন্ডি এ্যাপারেলস কারখানাটির চাকুরি হতে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার সকালে সরেজমিনে কারখানার সামনে গিয়ে ছাটাইকৃত শ্রমিকদের তালিকা কারখানার মূল ফটকে ঝুলিয়ে রাখতে দেখা গেছে।

এ ব্যাপারে কারখানার কর্মকর্তাদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

জানতে চাইলে শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, উইন্ডি গ্রুপের শ্রমিক ছাটাই কিংবা সাময়িক বরখাস্তের বিষয়টি আমার জানা নাই।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর আশুলিয়ার বাইপাইপাইল-আব্দুল্লাপুর সড়কের ছয়তলা এলাকার উইন্ডি এ্যাপারেলস কারখানার নামক তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা প্রতিদিনের মতই কারখানায় প্রবেশ করে। পরে তারা বেতন বৃদ্ধির দাবিতে উৎপাদন বন্ধ রেখে কারখানার ভিতরে বিক্ষোভ শুরু করে।

এক পর্যায়ে ওইদিন দুপুরের দিকে মালিকপক্ষ কারখানাটিতে সাধারন ছুটি ঘোষণা করে। এ ঘটনায় বিক্ষোভকারী শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে মূল ফটক লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে শিল্প পুলিশের সদস্যরা শ্রমিকদেরকে ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়।

তাদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এআরই/ডিসেম্বর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর