thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৭ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

সাপ্তাহিক বন্ধ ছাড়াও প্রাথমিকে ছুটি ৭৫ দিন

২০১৭ জানুয়ারি ১১ ১৬:৫৯:২৮
সাপ্তাহিক বন্ধ ছাড়াও প্রাথমিকে ছুটি ৭৫ দিন

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলতি শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক বন্ধ ছাড়াও ৭৫ দিন ছুটি থাকবে।

গত ৫ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopme.gov.bd) ২০১৭ সালের ছুটির বর্ষপঞ্জী প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ২৯ ডিসেম্বর সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জী প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক স্তরে মোট ছুটি ৮৫ দিন।

প্রাথমিকের ছুটির বর্ষপঞ্জীতে বলা হয়েছে, ২৩ থেকে ৩০ এপ্রিলের মধ্যে প্রথম সাময়িক পরীক্ষা নিতে হবে।

৬ থেকে ১৩ আগস্টের মধ্যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা নিতে হবে। এ ছাড়া ১১ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে (প্রথম থেকে চতুর্থ শ্রেণির) বার্ষিক পরীক্ষা নিতে হবে।

পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষা নেওয়ার সম্ভাব্য সময় ২০ থেকে ৩০ নভেম্বর।

ছুটির তালিকা অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক বন্ধ ছাড়া মোট ছুটি ৭৫ দিন।

বর্ষপঞ্জী অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে বার্ষিক কর্মঘণ্টা হতে হবে দুই শিফট স্কুলের ক্ষেত্রে ৬০০ ঘণ্টা, এক শিফট স্কুলের ক্ষেত্রে ৯২১ ঘণ্টা।

তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্ষেত্রে বার্ষিক কর্মঘণ্টা হবে দুই শিফট স্কুলের ক্ষেত্রে ৭৯১ ঘণ্টা, এক শিফট স্কুলের ক্ষেত্রে এক হাজার ২৩১ ঘণ্টা।

জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় বিদ্যালয়ে পালন করতে হবে বলে বর্ষপঞ্জীতে উল্লেখ করা হয়েছে।

২০১৭ সালে প্রাথমিক বিদ্যালয়ের ছুটির বর্ষপঞ্জী দেখতে ক্লিক করুন

(দ্য রিপোর্ট/আরএমএম/জেডটি/জানুয়ারি ১১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর