thereport24.com
ঢাকা, শনিবার, ১১ মে 24, ২৮ বৈশাখ ১৪৩১,  ৩ জিলকদ  1445

শর্ট বলে আপত্তি নেই তামিমের

২০১৭ জানুয়ারি ১৬ ১৫:৩৭:৪৩
শর্ট বলে আপত্তি নেই তামিমের

দ্য রিপোর্ট ডেস্ক : ক্রিকেটে বাউন্সার বা শর্ট বল নিয়ে বিতর্ক সব সময়ই রয়েছে। প্রায়ই এ ধরনের বলে আহত হন ক্রিকেটাররা। বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে বাউন্সার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেননা এ সফরের প্রথম টেস্ট ম্যাচে ব্যাটসম্যানদের নাজেহাল করে তুলেছিলেন বোলাররা শর্ট বল দিয়ে।

বাংলাদেশের পেসার কামরুল ইসলামের র্শট বল রক্তাক্ত করেছিল নিল ওয়েগনারকে। আর টেস্টের পঞ্চম দিন সকালে টিম সাউদির বলে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমকে যেতে হয় হাসপাতাল।

তবে শর্ট বলকে ক্রিকেটের অংশ হিসেবেই দেখছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। তিনি বলেন, ‘শর্ট বল নিয়ে অভিযোগ করার কিছু নেই। এটি ক্রিকেটেরেই অংশ। শর্ট বল তাদের কৌশলের অংশ। আমাদের কোনো অভিযোগ নেই।আমি নিশ্চিত, এ ব্যাপারে মুশফিকেরও কোনো অভিযোগ নেই।’

তামিমের মতে সব দলই নিজের শক্তি আর কন্ডিশনের ফায়দা নেয়, ‘নিউজিল্যান্ড যখন বাংলাদেশে আসে, তারা নিশ্চয়ই স্পিন খেলতে অসহ্য বোধ করে। আমরা সারা দিন ধরে তাদের বিরুদ্ধে স্পিনার দিয়ে বল করিয়ে যাই। এখানেও ওরা শর্ট বল করবে, এটাই স্বাভাবিক।

(দ্য রিপোর্ট/এনপিএস/জানুয়ারি ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর