thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৭ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

বাকেরগঞ্জে যাত্রী নিয়ে আটকা পড়েছে লঞ্চ

২০১৭ মার্চ ১৩ ১১:৩৫:২২
বাকেরগঞ্জে যাত্রী নিয়ে আটকা পড়েছে লঞ্চ

বরিশাল অফিস : জেলার বাকেরগঞ্জ উপজেলার আবালকাঠিতে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে নদীর পাড়ে আটকা পড়েছে এমভি বাগেরহাট-২ নামে একটি লঞ্চ। সোমবার (১৩ মার্চ) ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারের জন্য দুপুরের জোয়ার অবধি অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন লঞ্চের মাস্টার মো. সাগর মিয়া।

আটকে পড়া লঞ্চে থাকা যাত্রী মো. উজ্জ্বল জানান, বাগেরহাট-২ লঞ্চটি ঢাকা থেকে গলাচিপার উদ্দেশে রওয়ানা দেয়। পথিমধ্যে বাকেরগঞ্জের আবালকাঠি স্টেশনে ঘাট দেয়ার সময় পেছন থেকে ঢাকা থেকে ছেড়ে আসা পটুয়াখালীগামী এমআর খান লঞ্চ সজোরে ধাক্কা দেয়। এতে বাগেরহাট-২ লঞ্চটি নদীর পাড়ে উঠে আটকা পড়ে।

এই যাত্রী আরও বলেন, পাড়ে ভিড়ানো অবস্থায় ধাক্কা লাগায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা। তবে লঞ্চ আটকে যাওয়ায় গন্তব্যে পৌঁছতে বিলম্ব হচ্ছে তাদের।

এ নিয়ে বরিশাল নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজমল হুদা মিঠু বলেন, এলাকাটি তার এলাকায় নয় এবং লঞ্চ আটকে পড়ার বিষয়টি তার জানা নেই।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এমকে/এনআই/মার্চ ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর