thereport24.com
ঢাকা, রবিবার, ২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৫ জিলকদ  ১৪৪৫

পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে পুড়েছে ৩০ লাখ টাকার পাট

২০১৭ মার্চ ২৫ ১৮:২২:৩৬
পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে পুড়েছে ৩০ লাখ টাকার পাট

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় একটি পাটের গুদামে আগুন লেগে প্রায় ৩০ লাখ টাকার পাট পুড়েছে। শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলার ফকিরগঞ্জ বাজারে ব্যবসায়ী গোলাম রসুলের পাটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় গুদামজাত বেশিরভাগ পাটই পুড়ে গেছে বলে দাবি ওই ব্যবসায়ীর।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হঠাৎ করে ওই পাটের গুদাম থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে পঞ্চগড় এবং বোদা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আব্দুল মালেক দ্য রিপোর্ট টিুয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/একেএ/এপি/মার্চ ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর