thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

‘নদ্দিউ নতিম’ এবার ভারতে

২০১৭ এপ্রিল ০৬ ০৯:৫৬:০০
‘নদ্দিউ নতিম’ এবার ভারতে

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রথমবারের মতো দেশের বাইরে নাটকের প্রদর্শনী করতে যাচ্ছে ম্যাড থেটার। আগামী ৯ এপ্রিল আসামের গৌহাটিতে (শ্রীমান্ত শংকরদেব কলাক্ষেত্র) এবং ১১ এপ্রিল ত্রিপুরার আগরতলায় (রবীন্দ্র ভবন) ‘নদ্দিউ নতিম' নাটকের ২টি প্রদর্শনী হবে।

এ উপলক্ষে আগামী ৭ এপ্রিল ভারতে যাচ্ছে ম্যাড থেটারের পাঁচ সদস্য। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। অভিনয়ে আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত।

নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান, আবহসঙ্গীত আর্য মেঘদূত, আলোক নিয়ন্ত্রণে গর্গ আমিন ও আবহসঙ্গীত নিয়ন্ত্রণে রয়েছেন সোহেল খান।

২০১৫ সালের অক্টোবর মাসে ‘নদ্দিউ নতিম’ নাটকের উদ্বোধনী প্রদর্শনীর মধ্য দিয়ে ম্যাড থেটারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এনআই/এপ্রিল ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর