thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

সিলেটের সাথে সারাদেশের রেল চলাচল শুরু

২০১৭ এপ্রিল ০৬ ১৬:০২:৫০
সিলেটের সাথে সারাদেশের রেল চলাচল শুরু

মৌলভীবাজার প্রতিনিধি : দীর্ঘ ২৪ ঘন্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। টানা বর্ষণের কারণে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও সাতগাঁও রেলসেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় বুধবার এই ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। মেরামত কাজ শেষ হওয়ার পর বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল চালু হয়।

শ্রীমঙ্গল ও সাতগাঁও রেলস্টেশনের মাঝামাঝি ১৪১নং সেতু দেবে যাওয়ার কারণে বুধবার দুপুর আড়াইটা থেকে সিলেটেরসাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বৃহস্পিতিবার দুপুর আড়াইটা থেকে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। তবে মুষলধারায় বৃষ্টি থাকার কারণে ট্রেন চলাচল শুরু হতে একটু বিলম্ব হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/জেডটি/এপ্রিল ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর