thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

মসজিদুল হারাম ও মসজিদুন নববীর ভাইস প্রেসিডেন্ট

জঙ্গি দমনে বাংলাদেশ সফলতা দেখিয়েছে

২০১৭ এপ্রিল ০৬ ১৬:৪৬:১০ ২০১৭ এপ্রিল ০৬ ১৮:৪৫:০০
জঙ্গি দমনে বাংলাদেশ সফলতা দেখিয়েছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : মসজিদুল হারাম ও মসজিদুন নববী কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট শায়খ ড. মুহাম্মদ বিন নাসের আল খুযাইম বলেছেন, ‘বর্তমান বিশ্বে সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে ইসলামকে সম্পৃক্ত করা হচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই এসবের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যে কয়েকটি দেশ সফলতা দেখিয়েছে তার মধ্যে বাংলাদেশ একটি। সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সফল হয়েছে।’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বহৃস্পতিবার (৬ এপ্রিল) আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মসজিদুল হারাম ও মসজিদুন নববী কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট এসব কথা বলেছেন।

ড. মুহাম্মদ বিন নাসের আল খুযাইম আরো বলেছেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদ দমনের জোটে ২০টি রাষ্ট্র আমাদের সাথে আছে। দিন-রাত আমরা কাজ করে যাচ্ছি।’

মুসলমানদের উদ্দেশে তিনি বলেছেন, “আজকাল দেখছি, মুসলমানের দেশে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করছে। এদের সাথে ইসলামের সম্পর্ক নাই। ইসলামে এটি বড় গুনাহ। কোনো মুসলমান এমনকি কোনো বিধর্মীকেও কোনো মুসলমান বিনা কারণে হত্যা করতে পারে না। পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেছেন, ‘একজন মুসলমানকে যদি আরেক মুসলমান হত্যা করে তার জন্য জাহান্নামের আগুন রয়েছে। তাকে কেউ এই আগুন থেকে বাঁচাতে পারবে না।’ এমন কি মুসলমানের দেশে ভিন্ন ধর্মীদের জান মালের বিধান করাও আমাদের দায়িত্ব।”

মসজিদুল হারাম ও মসজিদুন নববী কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট আরো বলেছেন, ‘যারা দেশে অশান্তি নিয়ে আসতে চায়, যারা জঙ্গিবাদে জড়িত, মানুষ হত্যা করছে, রক্তপাত ঘটাচ্ছে, যারা মানুষকে ভয়ভীতির মধ্যে রাখে, হত্যা বা জঙ্গিবাদ সৃষ্টি করতে চায়, তাদের সাথেও ইসলামের সম্পর্ক নাই।’

তিনি আরো বলেছেন, ‘বর্তমান বিশ্বে সন্ত্রাস-জঙ্গিবাদের সাথে ইসলামকে সম্পৃক্ত করা হচ্ছে। স্পষ্ট করে বলতে চাই এগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। যারা সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িত, তারা দ্বীন-ই মাদরাসার ছাত্র হতে পারে না।’

ড. মুহাম্মদ বিন নাসের আল খুযাইম আরো বলেছেন, ‘জঙ্গিবাদ মুক্ত করতে হলে ইসলামী সংস্কৃতি ও শিক্ষাকে মজবুত করতে হবে। কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেখানে মানুষকে পথভ্রষ্ট ও গোমরাহর শিক্ষা দেওয়া হয়। তাদের বলে দাও, তোমাদের সাথে ইসলামের সম্পর্ক নাই। ইসলামের সবচেয়ে উত্তম প্রতিষ্ঠান হচ্ছে আপনার পরিবার, এরপর মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান।’

তিনি বলেছেন, ‘আমাদের মহামান্য সৌদির বাদশাহ বলেছেন, যারা জঙ্গিবাদে সম্পৃক্ত হয়ে ইসলামের বদনাম করছেন তাদের সাথে ইসলামের সম্পর্ক নাই। তিনি বিশ্ব থেকে জঙ্গিবাদ মুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ। বিশ্বে আমরাই সর্বপ্রথম দেশ যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিপক্ষে পদক্ষেপ নিয়েছি। জঙ্গি দমনের জন্য সবধরনের পদক্ষেপ নিয়েছি। আমাদের দেশেও সন্ত্রাস ও জঙ্গিবাদ চালানো হয়েছে। তাদের দমনের জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করেছি। যারা ইসলামের নামে সন্ত্রাসের শিক্ষা দিচ্ছে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই সন্ত্রাসীরা কি চায়, উদ্দেশ্য কি, সবাই জানি। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐকবদ্ধভাবে দাঁড়াতে হবে। সৌদি আরবকেও তারা ছাড়েনি। সৌদি যেভাবে সাহসের সাথে সন্ত্রাস-জঙ্গি দমনে ভূমিকা রেখেছে; এ কারণে তারা আস্তানা করতে পারেনি। সৌদি আরব এ বিষয়ে স্পেশাল ফোর্স গঠন করেছে। কিভাবে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস দমন করতে পারি এই বিষয়ে কাজ করে যাচ্ছি। সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে আলাদা ইনস্টিটিউট করেছি আমরা। জঙ্গি দমনে জাতিসংঘও সহযোগিতা করছে।’

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মসজিদুন নববীর ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাশিম ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামিম মো. আফজাল বক্তব্য রাখেন।

(দ্য রিপোর্ট/কেএ/জেডটি/এপ্রিল ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর