thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

আইপিও ও রাইটের টাকা ব্যবহারে নতুন শর্ত

২০১৭ এপ্রিল ১৩ ১৮:০৫:৩৮
আইপিও ও রাইটের টাকা ব্যবহারে নতুন শর্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ও রাইটের মাধ্যমে নেওয়া তহবিল ব্যবহারে নতুন শর্ত আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্স এর ধারা ২ সিসি এর অধীনে নতুন শর্ত আরোপ করেছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিএসইসির ৬০১ তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোঃ সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হয়েছে, আইপিও এবং রাইটের তহবিল যথাসময়ে ব্যবহারে ব্যর্থ কিংবা বিচ্যুত হলে হলে এর কারণ এবং পরিচালনা পর্ষদের মতামত বিস্তারিতভাবে মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে প্রকাশ করতে হবে। এরপর তহবিল ব্যবহারে বিচ্যুতির কারণ ও পরিচালকদের মতামত উপস্থাপন করে সাধারণ সভায় (এজিএম) কমপক্ষে ৫১ শতাংশ সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে। পরবর্তীতে এজিএম প্রতিবেদন এবং বিচ্যুতির কারণ ও মতামতে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বিএসইসি-তে অনুমোদনের জন্য দাখিল করতে হবে। আর এ বিষয়ে বিএসইসির অনুমোদন পেলে তা মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে প্রকাশ করতে হবে।

(দ্য রিপোর্ট/আরএ/এপ্রিল ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর