thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৭ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

সাতক্ষীরায় ছাত্রকে পেটানোর অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

২০১৭ এপ্রিল ১৯ ২২:০৩:২৫
সাতক্ষীরায় ছাত্রকে পেটানোর অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি : দশম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগে থানায় মামলা দায়েরের ঘটনায় সাতক্ষীরার কলারোয়ার চন্দনপুর হাইস্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার চন্দনপুর বাজারের তিন রাস্তা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিক্ষকের নাম আনছার আলী। তিনি উপজেলার চন্দনপুর হাইস্কুলের প্রধান শিক্ষক।

উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত জামাল উদ্দীন বিশ্বাসের মেয়ে সাজেদা খাতুন জানান, জন্মের পর থেকে তার বোনের ছেলে আশিকুজ্জামানকে তিনি লালন-পালন করে আসছেন। আশিকের মা সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন। আশিকও অসুস্থ। সে চন্দনপুর হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। আশিক ১৫ এপ্রিল সকালে দেরিতে স্কুলে যাওয়ার কারণে ওই স্কুলের পিয়ন বজলুর রহমান তাকে শ্রেণি কক্ষে ঢুকতে বাধা দেন। এ নিয়ে দু’জনের কথা কাটাকাটি হলে পিয়ন বজলুর রহমান আশিককে ধরে নিয়ে প্রধান শিক্ষক আনছার আলীর কাছে নিয়ে যায়। পিয়নের সাথে তর্ক করায় প্রধান শিক্ষক আশিককে বেতের লাঠি দিয়ে বেদমভাবে পিটায়। এতে সে আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তার খালা তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার দিন তিনি (আহত স্কুল ছাত্রের খালা সাজেদা খাতুন) কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত আবেদন করেন। ইউএনও উত্তম কুমার রায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করার জন্য কলারোয়া থানা পুলিশকে অবহিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহাফুজ জানান, ইউএনও’র নির্দেশ পেয়ে কলারোয়া থানায় মামলাটি রেকর্ড করা হয়। এ মামলায় বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ প্রধান শিক্ষক আনছার আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপ্রিল ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর