thereport24.com
ঢাকা, রবিবার, ২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৫ জিলকদ  ১৪৪৫

যেভাবে শাওনকে ‘প্রপোজ’ করেছিলেন হুমায়ূন আহমেদ!

২০১৭ এপ্রিল ২৬ ১০:২৪:৩৪
যেভাবে শাওনকে ‘প্রপোজ’ করেছিলেন হুমায়ূন আহমেদ!

দ্য রিপোর্ট প্রতিবেদক : নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এবং অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিয়ে নিয়ে নানা রকম আলোচনা রয়েছে। জানেন, কিভাবে শাওনকে প্রপোজ করেছিলেন হুমায়ূন আহমেদ?

এই ব্যক্তিগত বিষয়েরই কিছু অংশ এবার শাওন জানালেন ভারতের পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজারকে। বুধবার (২৫ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে শাওন বলেন, ‘উনি বলেছিলেন, গুহাচিত্র যারা আঁকতেন তাদেরও কাউকে লাগত ওই অন্ধকারে প্রদীপটা ধরে রাখার জন্য। যাতে সেই চিত্রকর নিজের কাজটা করতে পারেন। তুমি কি আমার জন্য সেই আলোটা ধরবে?’

তোলপাড় হয়ে গিয়েছিল কিশোরী মেহের আফরোজ শাওনের পৃথিবী। চুপ করে থেকেছিলেন কয়েকটা দিন। ‘কী বলব বলুন! ওই কথার মর্মোদ্ধার করার মতো বয়সও নয় সেটা। তারই চার-পাঁচ দিন পর উনি আবার বললেন, সেন্ট মার্টিন দ্বীপে যদি একা চলে যাই, সব ছেড়ে? তুমি থাকবে? আর কিন্তু উত্তর দিতে দেরি করিনি আমি। বলেছিলাম, থাকব। সবসময় থাকব।’

কথা রেখেছিলেন শাওন। হিমুর স্রষ্টা প্রবাদপ্রতিম এই মানুষটির হাত ছাড়েননি তার মৃত্যু অবধি। তার অনেক আগে থেকেই বাংলাদেশে ঝড় উঠেছিল হুমায়ূনের দ্বিতীয় এবং অসমবয়সী বিবাহ নিয়ে। ছড়িয়েছিল অনেক রটনা, যা এখনও বয়ে বেড়াতে হচ্ছে শাওনকে।

শাওন বলেন, ‘সেই ক্লাস সিক্স-এ পড়ার সময় থেকেই তো ওনার নাটকে অভিনয়, গান করি। ইউনিটের কেউ যদি গান জানতেন, উনি রিহার্সালের পর তার কাছে শুনতে চাইতেন। সেই ভাবে আমার কাছেও অনেক বার শুনতে চেয়েছেন। আমি খুব চটপট গান তুলে নিতে পারতাম বলে আমার নাম দিয়েছিলেন টেপ রেকর্ডার!’

মেয়ের বান্ধবী ছিলেন শাওন। মেয়ের বান্ধবীকেই বিয়ে করেছেন হুমায়ূন আহমেদ। এমন একটি কথা প্রচলিত আছে। এ বিষয়ে শাওন বলেন, ‘কস্মিনকালেও হুমায়ূনের মেয়ের সঙ্গে বন্ধুত্ব দূরস্থান, কোনো পরিচিতিও ছিল না। থাকবেই বা কী করে! আমাদের স্কুল-কলেজ সবই তো আলাদা। পরিচয়ের সূত্রটা তো ছিল গান।’

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এনআই/এপ্রিল ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর