thereport24.com
ঢাকা, রবিবার, ২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৫ জিলকদ  ১৪৪৫

চবিতে ছাত্রলীগের হল সম্মেলন ও নবীনবরণ ১৪ মে

২০১৭ এপ্রিল ২৮ ১২:২২:৫০
চবিতে ছাত্রলীগের হল সম্মেলন ও নবীনবরণ ১৪ মে

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নবীন কর্মীদের বরণ ও হল সম্মেলন ১৪ মে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বি সুজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।

এছাড়া অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে থাকবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে থাকবেন কেন্দীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

জানা যায়, ১৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নবীন কর্মীদের বরণ ও বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলের ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে বিশ্ববিদ্যালযের জারুলতলায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সময় বিশ্ববিদ্যালযের প্রত্যেকটি অনুষদ ও হলে কমিটি ঘোষণা করা হবে বলে জানা যায়। এছাড়াও বিভিন্ন সময়ে নিজেদের মধ্যে সংঘর্ষ জড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগের যে সুনাম নষ্ট হচ্ছে সে বিষয়ে আলোচনা করবে কেন্দ্রীয় নেতারা।

এ সম্মেলনের বিষয়ে চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক দ্য রিপোট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এভাবে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে হল সম্মেলন ও নবীনবরণ চবি ছাত্রলীগের জন্য একটি মাইলফলক। হল সম্মেলনের মাধ্যমে রাজনীতির ধারা আরও গতিশীল ও সুশৃঙ্খল হবে বলে আমরা আশা করছি।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/এপ্রিল ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর