thereport24.com
ঢাকা, বুধবার, ২০ জানুয়ারি ২০২১, ৭ মাঘ ১৪২৭,  ৬ জমাদিউস সানি ১৪৪২

সুন্দরবনে অস্ত্রসহ ‘বড় ভাই’ বাহিনীর দুই সদস্য আটক

২০১৭ মে ০৬ ১৯:০৫:৪৬
সুন্দরবনে অস্ত্রসহ ‘বড় ভাই’ বাহিনীর দুই সদস্য আটক

খুলনা প্রতিনিধি: সুন্দরবনের জোংড়ার খাল এলাকা থেকে বনদস্যু ‘বড় ভাই’ বাহিনীর দুই সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-৮। শনিবার(৬ মে) দুপুরে বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়েছে।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানিয়েছেন, দস্যু দমনের অংশ হিসেবে শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের (মোংলা) পশুর নদী সংলগ্ন জোংড়ার খালে বিশেষ অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় অভিযানকারীরা বাইনোকুলারের মাধ্যমে বনের মধ্যে দস্যুদের অবস্থান ও আনো-গোনা টের পায়। এ অবস্থায় সেখানে অভিযান চালালে দস্যুরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে বড় ভাই বাহিনীর দুই সদস্য খলিল শেখ (৩২) ও নজরুল ইসলাম মোল্লাকে (৪২) আটক করে। এদের বাড়ি বাগেরহাট রামপালের সুলতানিয়া ও কালিকাপ্রসাদ গ্রামে।

আটককৃতদের কাছ থেকে ১টি বিদেশী একনালা বন্দুক, ১টি বিদেশী দুইনালা বন্দুক, ২টি বিদেশী কাটা রাইফেল ও ১৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। আটক দস্যুদের অস্ত্র-গুলিসহ খুলনার দাকোপ থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

(দ্য রিপোর্ট/এজে/মে ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর