thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

ঢাকায় রিচার্ড মার্কসের সুরের সন্ধ্যা

২০১৭ মে ১৭ ০৮:৪০:৩৪
ঢাকায় রিচার্ড মার্কসের সুরের সন্ধ্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকার কনসার্টে গাইলেন যুক্তরাষ্ট্রের পপ তারকা রিচার্ড মার্কস। শুরুতেই গাইলেন তার জনপ্রিয় ‘এন্ডলেস সামার নাইট’ গানটি। রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘রিচার্ড মার্কস লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্ট।

ক্রেইন্সের আয়োজনে রিচার্ড মার্কস এই প্রথম বাংলাদেশে এসেছেন গান গাইতে। বিকেল থেকেই ভিড় বাড়তে থাকে দর্শক-শ্রোতাদের। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে শুরু হয় সঙ্গীতসন্ধ্যা। বিশ্বখ্যাত পপ তারকা রিচার্ড মার্কস একে একে গাইতে থাকেন তার জনপ্রিয় ‘টেক মাই হার্ট’, ‘কিপ কামিং বেক টু ইউ’সহ জনপ্রিয় গানগুলো। সঙ্গে থাকে তার গিটারে সুরের মূর্ছণা।

গানের ফাঁকে তিনি মঞ্চে আমন্ত্রণ জানান বাংলাদেশের গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদকে। রিচার্ড মার্কস গাইবেন তার খুব জনপ্রিয়‌ ‌‘হ্যাজার্ড’ গানটি। এই গানে তার সঙ্গে গিটার বাজান ফয়সাল। কাজী ফয়সাল আহমেদের স্ত্রী আলিফ আলাউদ্দিন দর্শক সারি থেকে দ্য রিপোর্টকে বলেন, ‘রিচার্ড মার্কসের সঙ্গে গিটার বাজাচ্ছেন আমার স্বামী। এটা ভীষণ আনন্দের এবং গর্বের।’

গানের ফাঁকে ফাঁকে দর্শকের সঙ্গে নানা গল্পও শোনান রিচার্ড মার্কস।

তিনি বলেন, ‘সবসময় আনন্দ করবেন। আপনারা সবাই একসঙ্গে আনন্দ-উল্লাস করুন। টাকা খরচ করে গান শুনতে এসেছেন, সবাই মিলে নাচ-গান, আনন্দ করুন।’

এরপর তিনি তার মোবাইল ফোনটি হাতে নিয়ে দর্শকের সঙ্গে একের পর এক সেলফি তোলেন। রিচার্ড বলেন, ‘আমার তিনটি ছেলে রয়েছে। বড় ছেলের বয়স ২৬ বছর। তারাও গান করে। আমার মনে হয়, এখন আমার বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি। কিন্তু আমি যখন আমার ছেলেদের সঙ্গে গান করি তখন নিজেকে বুড়ো মনে হয় না। আমি অনেক আনন্দ করে গান করি।’

এরই ফাঁকে তিনি তার মোবাইল ফোনে ছেলেদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গান ধরেন। ছেলেদের সঙ্গে গাইলেন ‘অনলি ইউ ক্যান সেভ মি’ গানটি।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/মে ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর