thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষ, নিহত ৪

২০১৭ জুন ১৯ ১৬:২৪:০৪
গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষ, নিহত ৪

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে আরো ২৫ জন।

সোমবার (১৯ জুন) দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিআরটিসির বাসের চালক আবুল সিকদার (৫০), বরগুনার কাওসার (১২) ও ভোলার মুন্নি আক্তার (১৮)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।

ফরিদুপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইজাজুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামি বিআরটিসির একটি যাত্রিবাহী বাস উপজেলার ছাগলছিড়ায় এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের অপর একটি যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস দু’টির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে বিআরটিসির ড্রাইভার আবুল সিকদার ও অজ্ঞাত ব্যাক্তি নিহত হন। এতে আহত হন আরো ২৭ জন। পরে খবর পেয়ে জলিলপাড় পুলিশ ফাঁড়ি ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে, বরিশাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাপাতালে প্রেরণ করে। সেখানে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে মুন্নি আক্তার ও কাওসার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরো জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/জুন ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর