thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

জুলফিকার রাসেলের লেখা গান নিয়ে নচিকেতার অ্যালবাম

২০১৭ জুলাই ০৬ ১৭:৪৯:৪৮
জুলফিকার রাসেলের লেখা গান নিয়ে নচিকেতার অ্যালবাম

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের নন্দিত গীতকবি জুলফিকার রাসেলের লেখা গান নিয়ে প্রকাশ হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক নচিকেতার অ্যালবাম ‘বেঁচে থাকার মানে’। অ্যালবামটির সুর করেছেন নচিকেতা।

সংগীতায়োজনে টুনাই দেবাশীষ গাঙ্গুলী। প্রকাশ করেছে কলকাতার আশা অডিও। এটি ইউটিউবেও উন্মুক্ত হয়েছে। এরই মধ্যে অনলাইনে অ্যালবামের গানগুলো সাড়া জাগিয়েছে।

অ্যালবামে গান রয়েছে সাতটি— তুমি কি শেখাবে, সবুজ ছিল, তুমি আছো তাই, নেমেছে বৃষ্টি, এত সাহস কার, উপেক্ষিত ছাতা ও আমার এক গোলাপ।

(দ্য রিপোর্ট/পিএস/জুলাই ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর