thereport24.com
ঢাকা, বুধবার, ২১ নভেম্বর ২০১৮, ৭ অগ্রহায়ণ ১৪২৫,  ১২ রবিউল আউয়াল ১৪৪০

লিগাসি ফুটওয়্যারের ১০ কার্যদিবসে ২০ শতাংশ দরবৃদ্ধি

২০১৭ জুলাই ২৭ ১০:৩৬:৪১
লিগাসি ফুটওয়্যারের ১০ কার্যদিবসে ২০ শতাংশ দরবৃদ্ধি

দ্য রিপোর্ট প্রতিবেদক : গত ১০ কার্যদিবসের ব্যবধানে লিগাসি ফুটওয়্যারের শেয়ার দর বেড়েছে ২০ শতাংশ। কারণ ছাড়াই এ দর বেড়েছে বলে তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৭ জুলাই) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

গত ১২ জুলাই কোম্পানির শেয়ার দর ছিল ২৫.২ টাকা। যা ১০ কার্যদিবসের ব্যবধানে ২৬ জুলাই লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩০.২ টাকায়। এ হিসাবে দর বেড়েছে ৫ টাকা বা ২০ শতাংশ।

কোম্পানির শেয়ার দর এই অস্বাভাবিকভাবে বৃদ্ধির আলোকে ডিএসই কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। এক্ষেত্রে লিগাসি ফুটওয়্যার কর্তৃপক্ষ জানিয়েছেন, কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার মতো অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।

(দ্য রিপোর্ট/আরএ/এনআই/জুলাই ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর