thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

ওইমেক্স ইলেকট্রোডের আইপিও আবেদন শুরু ৫ সেপ্টেম্বর

২০১৭ আগস্ট ০৭ ১৮:৪৪:০৪
ওইমেক্স ইলেকট্রোডের আইপিও আবেদন শুরু ৫ সেপ্টেম্বর

দ্য রিপোর্ট প্রতিবেদক : শেয়ারবাজার থেকে টাকা সংগ্রহের লক্ষে ওইমেক্স ইলেকট্রোডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আগামি ৫ সেপ্টেম্বর আবেদন গ্রহণ শুরু হবে। যা চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ৯ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ওইম্যাক্স ইলেকট্রোডের আইপিও অনুমোদন দেয়।

ওইমেক্স ইলেকট্রোড ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে মেশিনারীজ, ইক্যুপমেন্ট ও কাঁচামাল ক্রয় এবং আইপিও খাতে ব্যবহার করা হবে।

২০১৬ সালের ৩০ জুনে কোম্পানির নিট শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ১৪.৮৭ টাকায়। আর বিগত ৫ বছরের ওয়েটেড এভারেজ শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৩ টাকা।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

(দ্য রিপোর্ট/আরএ/আগস্ট ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর