thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২০, ১৪ জ্যৈষ্ঠ ১৪২৭,  ৬ শাওয়াল ১৪৪১

ডিএসইতে মূল্যসূচক ও লেনদেনে পতন

২০১৭ আগস্ট ১৭ ১৫:৩৬:২১
ডিএসইতে মূল্যসূচক ও লেনদেনে পতন

দ্য রিপোর্ট প্রতিবেদক : বৃহস্পতিবার (১৭ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক ও আর্থিক লেনদেন কমেছে। একইসঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮৬১ পয়েন্টে। যা আগের দিন ৩৮ পয়েন্ট কমেছিল।

বৃহস্পতিবার ডিএসইতে ৮৩২ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৮৩৬ কোটি ৩৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪ কোটি ২৬ লাখ টাকার বা ০.৫১ শতাংশ।

এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে ১২৯টি বা ৩৮.৯৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৫৫টি বা ৪৬.৮৩ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি বা ১৪.২০ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিবিএস ক্যাবলসের শেয়ার। এদিন কোম্পানির ৪৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইফাদ অটোসের ২৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইবনে সিনা।

লেনদেনে এরপর রয়েছে- সালভো কেমিক্যাল, আইএফআইসি ব্যাংক, উত্তরা ব্যাংক, সিঅ্যান্ডএ টেক্সটাইল, যমুনা অয়েল, মার্কেন্টাইল ব্যাংক ও দি সিটি ব্যাংক।

(দ্য রিপোর্ট/আরএ/আগস্ট ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর