thereport24.com
ঢাকা, রবিবার, ২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৫ জিলকদ  ১৪৪৫

কিমের সাথে বৈঠক স্থগিত হতে পারে : ট্রাম্প

২০১৮ মে ২৩ ০৯:০৪:৩৪
কিমের সাথে বৈঠক স্থগিত হতে পারে : ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক : সিঙ্গাপুরে ১২ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উত্তর কোরিয়া শীর্ষ সম্মেলনটি স্থগিত হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর- আনাদলু, বিবিসির।

মঙ্গলবার (২২ মে) হোয়াইট হাউজে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সাথে বৈঠক শেষে ট্রাম্প বলেন, নির্ধারিত তারিখে বৈঠকটি অনুষ্ঠিত না হতে পারে।

তিনি বলেন, নির্ধারিত না হলেও পরে এটি হতে পারে। তবে এর জন্য উত্তর কোরিয়ার কিছু শর্ত পূরণ করতে হবে। আশা করি তারা তা করবে। নইলে আমরা তাদের সাথে বৈঠক করবো না।

গত মাসে দুই কোরিয়ার ঐতিহাসিক বৈঠকের পর পিয়ংইয়ং তাদের প্রধান একটি পরমাণু অস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র বন্ধ করে দেয়।

এরপর সিউল বলেছিল, যুক্তরাষ্ট্রের সাথে উত্তর কোরিয়ার বৈঠকের ৯৯.৯৯% সম্ভাবনা।

কিন্তু গত সপ্তাহে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন বোলটন উত্তর কোরিয়ার ওপর 'লিবিয়া মডেলের' শর্ত আরোপ করার পরামর্শ দিলে পিয়ংইয়ং এর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।

উল্লেখ্য, লিবিয়াকে ২০০৩ সালে অর্থনৈতিক সুবিধার বিনিময়ে পরমাণু অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করার শর্ত দিয়েছিল যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার ট্রাম্প আরও বলেন, কিম যদি পরমাণু কর্মসূচি পরিত্যাগ করে আমরা তার নিরাপত্তা দিব। তিনি নিশ্চিন্তে থাকবেন। তার দেশ আরও ধনী ও সমৃদ্ধ হবে।

তবে গত কয়েক দিন আগে পিয়ংইয়ংও জানিয়েছিল, পরমাণু কর্মসূচি পরিত্যাগের জন্য একতরফা শর্ত দিলে তারা বৈঠকটি বাতিল করবে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর