thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ আগস্ট ২০২২, ৪ ভাদ্র ১৪২৯,  ২১ মহররম 1444

চলে গেলেন সাংবাদিক প্রণব সাহা

২০১৮ জুন ০৭ ১৪:৫৯:৫৬
চলে গেলেন সাংবাদিক প্রণব সাহা

দ্য রিপোর্ট ডেস্ক : বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের যুগ্ম সম্পাদক প্রণব সাহা আর নেই।

বৃহস্পতিবার (৭ জুন) ভোরে শ্বাসকষ্ট শুরু হলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান জানিয়েছেন।

প্রণব সাহার বয়স হয়েছিল ৫৪ বছর। তার জন্ম মানিকগঞ্জের গড়পাড়া গ্রামে। তিনি স্ত্রী ও এক ছেলেসন্তান রেখে গেছেন।

জাহিদ নেওয়াজ বলেন, প্রণব সাহা দীর্ঘদিন লিভার জটিলতাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

প্রণব সাহার মরদেহ বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচার বাসভবন থেকে নেয়া হয় জাতীয় প্রেসক্লাবে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর তার মরদেহ নেয়া হবে কর্মস্থল চ্যানেল আই প্রাঙ্গণে। পরে দুপুরে নেওয়া হবে গড়পাড়া গ্রামে। সেখানে হবে তার শেষকৃত্য।

২০০১ সালে চ্যানেল আইয়ের যাত্রা শুরু হলে তিনি যোগ দেন। দীর্ঘদিন তিনি যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বাংলার বাণী পত্রিকাতেও কাজ করেছেন।

এদিকে প্রণব সাহার মৃত্যুতে শোক জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর