thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৭ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

রোহিঙ্গাদের আশ্রয় দিতে চায় কানাডা

২০১৮ জুন ১৮ ১১:৫২:৫৫
রোহিঙ্গাদের আশ্রয় দিতে চায় কানাডা

দ্য রিপোর্ট ডেস্ক : মিয়ানমারের সেনাবাহিনীর জাতিগত নিধনের মুখে উদ্বাস্তু হয়ে পড়া রোহিঙ্গা মুসলমানদের কানাডায় আশ্রয় দিতে চায় দেশটির জনগণ।

মিয়ানমারের সেনাবাহিনীর জাতিগত নিধনের মুখে উদ্বাস্তু হয়ে পড়া রোহিঙ্গা মুসলমানদের কানাডায় আশ্রয় দিতে চায় দেশটির জনগণ।

৬২ শতাংশ কানাডীয় বলেছেন, কানাডায় রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে আশ্রয় দেয়া হলে তারা বিষয়টি স্বাগত জানাবেন।

কানাডীয় টিভি চ্যানেল সিটিভির পক্ষ থেকে গবেষণা প্রতিষ্ঠান ‘ন্যানোস রিসার্চ’ পরিচালিত জনমত জরিপে নাগরিকদের এ সমর্থনের বিষয়টি ওঠে আসে।

প্রসঙ্গত গত বছরের আগস্টের শেষের দিকে কথিত সন্ত্রাস দমনের কথা বলে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনার জাতিগত নিধন অভিযান শুরু হয়।

এ অবস্থায় প্রাণ বাঁচাতে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে থাকে রোহিঙ্গারা। এর পর গত ১১ মাসে অন্তত সাড়ে সাত লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ১১ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে বলে জানিয়েছেন বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম।

মিয়ানমার সরকার এসব রোহিঙ্গাকে স্বদেশে ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে সমঝোতায় উপনীত হলেও প্রত্যাবাসন কার্যক্রমের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

এর মধ্যে এবার আগভাগেই টানা বর্ষণ শুরু হওয়ায় বিভিন্ন ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। রোহিঙ্গা ক্যাম্পের বিশাল এলাকা পানিতে প্লাবিত হয়েছে। প্রতিদিনই ভূমিধসের ঘটনা ঘটছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর