thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

কোটা আন্দোলনের ২ নেতা রিমান্ড শেষে কারাগারে

২০১৮ জুলাই ১৪ ১৮:৫০:৫৩
কোটা আন্দোলনের ২ নেতা রিমান্ড শেষে কারাগারে

দ্য রিপোর্ট প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে দুই দিনের রিমান্ড শেষে শনিবার আদালতে আনা হয়।

এদের মধ্যে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। অপরজনের ব্যাপারে রবিবার সিদ্ধান্ত দেবেন আদালত।

কারাগারে পাঠানো দুই নেতা হলেন- জসিমউদ্দিন (২১) ও মশিউর রহমান (১৮)। জামিন আবেদনের অপেক্ষায় থাকা ব্যক্তির নাম ফারুক হোসেন। শনিবার বিকেলে তাঁদের তিনজনকেই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে উপস্থিত করা হয়।

আসামিপক্ষের আইনজীবী রেজাউল ইসলাম তাঁদের জন্য জামিন আবেদন করেন। কিন্তু আদালত জসিম উদ্দিন ও মশিউর রহমানের জামিন আবেদন খারিজ করেন। অন্যদিকে ফারুক হোসেনের শুনানির দিন কাল ধার্য করেন।

৩ জুলাই এই তিনজনকে গ্রেফতার দেখায় পুলিশ। তাঁরা তিনজনই কোটা সংস্কার আন্দোলনের ব্যানার সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর