thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯, ১ শ্রাবণ ১৪২৬,  ১২ জিলকদ  ১৪৪০

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে পুড়েছে ১২ বসতঘর, ৮ দোকান

২০১৮ আগস্ট ০৪ ০৯:৪৬:৫১
চট্টগ্রামে অগ্নিকাণ্ডে পুড়েছে ১২ বসতঘর, ৮ দোকান

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা ও বাশঁখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নে পৃথক অগ্নিকাণ্ডে ১২টি বসতঘর ও ৮টি দোকান পুড়ে গেছে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ আগস্ট) দিনগত রাতে এ দু’টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অপারেটর বিষ্ণু বড়ুয়া গণমাধ্যমকে জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে নগরের বায়েজিদ বোস্তামি থানার টেক্সটাইল গেট এলাকায় বৈদ্যুতিক গোলোযোগ থেকে লাগা আগুনে দুটি খাবারের দোকান ও একটি ফার্মেসিসহ ৮টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে বায়েজিদ বোস্তামি ফায়ার স্টেশনের একটি গাড়ি প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, এছাড়া বাশঁখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পূর্ব দঙরা এলাকায় আগুনে ১২টি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে আনোয়ারা ও বাঁশখালী ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় চার ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

বিষ্ণু বড়ুয়া বলেন, বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর