thereport24.com
ঢাকা, শনিবার, ১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৪ জিলকদ  ১৪৪৫

আসছে বাহুবলী থ্রি

২০১৮ আগস্ট ০৪ ১৫:০৪:৪০
আসছে বাহুবলী থ্রি

দ্য রিপোর্ট ডেস্ক : বলিউড কাঁপানো সিনেমা ‘বাহুবলী’। ‘বাহুবলী-দ্য বিগিনিং’ এবং ‘বাহুবলী কনক্লুশন’ নিয়ে হৈচৈ পড়ে গিয়েছিল সারা ভারতে। দক্ষিণের এই ছবি মুক্তি পেয়েছিল হিন্দিতেও। ব্যবসাও করেছিল অভূতপূর্ব। সেই রেশ নিয়ে এবার আসছে ‘বাহুবলী থ্রি’।

জানা গেছে, ৯টি পর্ব নিয়ে তৈরি হবে ‘বাহুবলী’র ওয়েব সিরিজেও। নির্মাতাদের আশা এই সিরিজও মন মজাবে দর্শকের। এগুলো দেখানো হবে নেটফ্লিক্সে।

‘বাহুবলী’র এই সিরিজে মূলত থাকবে শিবগামীর গল্প। আনন্দ নীলকন্টনের গল্প দ্য রাইজ অব শিবগামী থেকে তৈরি হচ্ছে চিত্রনাট্য।

সেক্রেড গেমসের পর এই সিরিজই হতে চলেছে নেটফ্লিক্সের আরও একটি হিট প্রজেক্ট, মত কর্তৃপক্ষের। তবে এই সিরিজের অভিনয়ে কারা থাকছেন সে বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর